সাহিত্য পাতা

।।জীবনের মানে।।

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৩ , ৯:১১:৪৫ প্রিন্ট সংস্করণ

মঞ্জুর লুতফর রহমান

জীবনের মানে খুঁজতে গিয়ে,
জীবন থেকে অনেকটা সময়
গেছে হারিয়ে,
ফুরিয়ে গেছে মধুময়
মুখরিত জীবনের
মূল্যবান দিনগুলো।
আজ জীবনের প্রায়
গোধূলি লগ্নে পৌঁছে
যখন পিছনে ফিরে চাই,
অতীতের দৃশ্যমান পর্দায়
ঝাপসা ছবিগুলোকে
অস্পষ্ট দেখতে পাই।
মলিন আস্তরপড়া দৃশ্যপটে
ভেসে ওঠে,
সুখে দুঃখে পাওয়া না পাওয়া,
সাফল্য ব্যার্থতায় ভরা
এক মেলোড্রামা,
প্রতিশোধ নিতে কখনো
জীবন যারে করেনিকো ক্ষমা।
জীবনের মূল্য যদি
ধরা দিতো সেদিন,
মূল্যবান দিনগুলো
ব্যর্থ হতোনা হয়তো কোনদিন।
হারিয়ে যাওয়া স্মৃতির পাতা
উল্টাতে উল্টাতে আনমনে,
হঠাৎ আবিষ্কৃত হলে তুমি
যাপিত জীবনের এক কোনে।
ভবঘুরে বাউন্ডুলে জীবনের
হাতে হাত রেখে একসাথে
চলার তো কথা ছিলোনা,
তবু বাঁধা বন্ধনহীন,
দুরন্ত দায়িত্বহীন এক
অনিশ্চিত জীবনের রশি
আঁকড়ে ধরে
বাঁচতে চেয়েছিলে সেদিন।
দুজনের চাওয়া পাওয়া
একখাতে বয়ে যেতো
হয়তোবা চিরদিন,
বন্ধুর পথে বার বার
হোঁচট খেয়ে,
কখন যে ছিঁটকে পড়েছি
বুঝতে পারিনি তখন।
তোমারে যা দিয়েছিনু
সে তোমারি দেওয়া,
ফিরায়ে দিয়েছো মাত্র
যা ছিলো জীবনের চাওয়া।
আজ বেলাশেষের রক্তিম আলোতে,
পারবে কি ফিরিয়ে আনতে,
হারানো সেই প্রভাত সূর্যের
মিষ্টি রোদের আভাকে।
সম্ভাবনাময় সুন্দর জীবনের
একদা অপমৃত্যু!
কেহ আমরা চায়নি;
তবু হয়ে গেলো,
এই ছিল নিয়তি।
জীবনের মানে বুঝতে না বুঝতে
গোটা জীবনটাই ফুরিয়ে যায়,
যাত্রা শুরুর আগেই হয়তোবা
ফিরে যাবার সময় হয়।