শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক ১৫ অক্টোবর ২০২২ , ৭:৫২:১৩ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক : বুধবার (১২) অক্টোবর ফেসবুকে অনেকেরই ফলোয়ার সংখ্যা রহস্যজনকভাবে প্রায় অর্ধেক বা তারও বেশি কমে গেছে। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ারের সংখ্যাও অনেক কমে গেছে। প্রায় ১০ কোটি থেকে কমে রাতারাতি তার ফলোয়ারের সংখ্যা কমে মাত্র ৯ হাজার ৯৯৩ হয়েছে।
বিষয়টি নিয়ে ফেসবুক ব্যবহারকারীরাদের পোস্ট করে নিজেদের হতাশা প্রকাশ করছেন। লেখিকা তসলিমা নাসরিন টুইটারে এক টুইটে লিখেছেন, ‘ফেসবুক একটি সুনামি তৈরি করেছে, যা আমার প্রায় ৯ লাখ ফলোয়ারকে নিশ্চিহ্ন করে দিয়েছে এবং তীরে রেখে গেছে মাত্র ৯০০০ ফলোয়ারকে। আমি ফেসবুকের রসিকতা উপভোগ করছি।’
এ ব্যাপারে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘বেশ কিছু ইউজার ফেসবুক প্রোফাইলে অসঙ্গত ফলোয়ার সংখ্যা দেখার বিষয়ে আমরা অবগত রয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি এবং এ অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’ তথ্যসূত্র: এনডিটিভি
যাযাদি/ সোহেল