প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৪ , ৬:২০:৪৪ প্রিন্ট সংস্করণ
বিজয় নিউজ ডেস্কঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর ফুটবল মাঠে অধ্যাঃ ডাঃ এসএম আব্দুল ওহাব এর আয়োজনে ৮দলীয় ক্রীকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল এর সভাপতিত্বে ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করেণ খুলনা মেডিকেলের সাবেক অধ্যাপক, কার্ডিওলজি বিভাগীয় প্রধান
বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক আলহাজ্ব ডাঃ এসএম আব্দুল ওহাব। সাতক্ষীরা সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার ফোরামের সদস্য শাহাদৎ হুসাইন সাজুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উত্তর শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম রবিউল ইসলাম, উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হাফিজুল ইসলাম মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়ামোদী ও সমাজ সেবক নাহিদ জাকারিয়া সুমন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম সাবু। নাহিদ, নয়ন, শাওন প্রমুখ। এসময়ে বক্তব্যে অধ্যাপক ডাঃ আব্দুল ওহাব বলেন ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে ক্রীড়ামোদী দর্শক ও শ্রোতার মন আকৃষ্ট করতে পারাটাই একজন খেলোয়াড়ের সার্থকতা। যুব সমাজকে সুস্থ্য ধারার সমাজ বিনির্মানে ভুমিকা রাখতে চাই। সে লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরেও ক্রীকেট খেলার আয়োজন করেছি। সকলে চাইলে এই খেলার ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ৮ দলীয় ক্রীকেট
খেলায় কালিগঞ্জ কলেজ ক্রীকেট একাদশ চ্যাম্পিয়ান ও নেংগী ক্রীকেট একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।