প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৪ , ৮:৫৬:৩৮ প্রিন্ট সংস্করণ
বিজয় নিউজ ডেস্কঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে ন্যাশনাল ব্যাংক লিঃ প্রধান কার্যালয়ের উপ ব্যাবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দীন আহমেদকে সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ২০২৪ অনুষ্ঠান ব্যাপক আনন্দঘন পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় বিদ্যালয়ের সভাকক্ষে কৃতি ছাত্র ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের বিএসিএইচ ম্যানেজার আ.ক.ম মোরশেদ (মন্টু) এর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র সাংবাদিক হাফিজুর রহমান শিমুল এবং প্রাক্তন ছাত্র শিক্ষক মহাসীন রেজা মুন্না’র সঞ্চালনায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ আকতার উদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, প্রধান কার্যালয়ের সহকারী ভাইচ প্রেসিডেন্ট মোঃ সাইফুল্লাহ আজাদ, সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক ও মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, ঢাকাস্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রভাষক মঈনুল ইসলাম মিলটন, কাশিমাড়ি আদর্শ মহিলা ফাজিল মাদ্রাসার প্রভাষক নুরুল আমিন, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক, চিকিৎসক, ব্যাংকার, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীত কর্মকর্তা কর্মচারীসহ কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের কৃতি ছাত্র শেখ আকতার উদ্দীন আহমেদকে সন্মাননা স্মারক প্রদান, ব্যাজ পরিধান ও ফুলেল শুভেচছায় সিক্ত করা হয়।