প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ১২:৫০:২৬ প্রিন্ট সংস্করণ
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। সোমবার (২৯ মে) বেলা ১১ টায় উপজেলার সাব্ রেজিঃ অফিস সংলগ্নে সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী। এসময়ে চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে উপজেলা কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের খোকন শেখের ছেলে রাইসুল ইসলাম শেখ (৪৫) কে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয় এবং ৯০ কেজি চিংড়ি মাছ জব্দ করেন। এর থেকে ৬০ কেজি মাছ স্থানীয়দের দাবীর প্রেক্ষীতে এতিমখানায় দেওয়ার নির্দেশ দেন এবং বাকী ৩০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।