সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জে শান্তি- সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে ধর্মীয় নেতাদের সংলাপ অুনষ্ঠিত

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৪ , ৭:০৫:৩৫ প্রিন্ট সংস্করণ

 

বিজয় নিউজ ডেস্কঃ
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, সারা দেশে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার, শান্তি-সম্প্রীতির আহবানে বিভিন্ন কার্যক্রম চলিয়ে আসছে। এরই ধারা বাহিকতায় কালিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি‘র) আয়োজনে রবিবার (২৫ আগষ্ট ২০২৪) সকাল ১০ টায় কালিগঞ্জের অফিসার্স ক্লাবে “সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই” এই শ্লোগানকে সামনে রেখে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি-সম্প্রীতির আহবানে ধর্মীয় নেতাদের অংশগ্রহণে কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী পিএফজির কো-অডিনেটর সুকুমার দাশ বাচ্চু‘র সভাপতিত্বে এবং ফিল্ড কো-অডিনেটর মোঃ আবু তাহের এর সঞ্চালনায় এক সংলাপ অুনষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপিত ও পিএফজি‘র সদস্য শেখ সাইফুল বারী সফু। সংলাপের উদ্দেশ্য ও দি-হাঙ্গার প্রজেক্ট এর কার্যক্রম আলোচনা করেন দি-হাঙ্গার প্রজেক্ট , খুলনা অঞ্চলের এরিয়া কো- অডিনেটর রাজু জোবেদ। অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মসজিদের ইমাম, ৪টি ইউনিয়নে পুরহিত, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, ইমাম সমিতির সভাপতি, খৃষ্টান ধর্মের চাঁচাই গীর্জার ধর্মীয় শিক্ষকসহ, পিএফজি, সুজন ওয়াই পিএজির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় নেতারা সংলাপ অনুষ্ঠানে যে কোন মূল্যে কালিগঞ্জের শান্তি- সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যাক্ত করেন এবং শান্তি-সম্প্রীতির আহবানে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেন। এসময়ে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ,
ব্রাহ্মন সুশীল চক্রবর্তী, ব্রাহ্মন সনজিত রায় চৌধুরী,
উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী মিলন কুমার ঘোষ, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, খৃষ্টান ধর্মের নেতা অসিত মন্ডল প্রমুখ।

আরও খবর

Sponsered content