শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক। ১০ এপ্রিল ২০২৪ , ৭:৪১:৪০ প্রিন্ট সংস্করণ
মুসলমানদের প্রধান বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কালিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।
১০ এপ্রিল বুধবার রাতে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।
তিনি আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। এবং কালিগঞ্জ বাসীর কাছে তার পরিবার এর জন্য দোয়া চেয়েছেন তিনি ।