প্রতিনিধি ৭ মে ২০২৩ , ৭:১৭:৩১ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি।।
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে হাফিজুল ইসলাম নামের ১ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে উপজেলার চুনাখালী গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে।
থানা সূত্রে জানাগেছে, জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমানের তত্ত্বাবধানে থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান এর নেতৃত্বে এ এস আই সাইমুন ঢালী ও সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালায়। গত শনিবার (৬ মে) রাতে ৪০ পিচ ইয়াবাসহ হাফিজুল ইসলামকে গ্রেফতার করেন। তার নিকট থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ্দ করা হয়েছে।