প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৪ , ৯:০৭:২৪ প্রিন্ট সংস্করণ
বিজয় নিউজ ডেস্ক
কালিগঞ্জে বন্ধু ফোরামের ২৫৮ তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে কালিগঞ্জে বে সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বন্ধু ফোরাম এর সহ-সভাপতি শেখ আবু তাহের, কোষাধাক্ষ অমল কুমার সরকার, দপ্তর সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ সাইফুল বারী সফু ও জিএম আবু আব্দুল্লাহ, সদস্য শেখ রফিকুল ইসলাম, শাহরিয়ার খাঁন রিপন, শেখ সাকির আহমেদ বাবু, শেখ জাহাঙ্গীর আলম, ডাঃ রফিকুল ইসলাম, শেখ আব্দুল করিম মামুন হাসান। এসময়ে অতিথি হিসেবে ছিলেন কামরুজ্জামান মন্টু। সভায় নতুন সদস্য ভর্তি, মাসিক সঞ্চয় ও বর্তমান দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিষয়ে বিস্তারিত আলোচনা ও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর প্রস্তাব করা এবং বর্তমান প্রেক্ষাপটে বন্ধুরা কে কেমন আছে, ফোরাম এর সাংগঠনিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় হোস্টের দায়িত্ব পালন করেন অমল কুমার সরকার।