শেখ আতিকুর রহমান, র্বাাতা সম্পাদক ২৬ মার্চ ২০২৪ , ১০:৩০:৩৪ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোটার্স। কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ শে মার্চ) বেলা১১ টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিনের সঞ্চালনায় পরিষদের চেয়ারম্যান সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভা অনুষ্ঠানে বক্তব্য ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, ইউপি সদস্য সেখ সিরাজুল ইসলাম।অন্যদের মধ্যে আরো উপস্থিত ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য খলিল সরদার,গোলাম রব্বানী,শেখ জাহিদ আলম, জি এম আব্দুল কাদের, আব্দুল সালাম ,ফারজানা শওকত আফি,ইউপি সদস্যা লাইলী পারভীন ,রোজিনা খাতুন, পূর্ণিমা রানী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যেমনিভাবে আমাদের পিতা বীর মুক্তিযোদ্ধারা লাল-সবুজের পতাকা ও একটি স্বাধীন বাংলাদেশের মানচিত্র বিশ্বদরবারে প্রতিষ্ঠা করেছিল, তেমনিভাবে আমরাও বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে এবং হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলাসহ বিভিন্নভাবে চক্রান্ত করা হয়েছে।কিন্তু বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন, দোয়া ও সর্বোপরি আল্লাহপাকের অশেষ রহমতের কাছে সব ষড়যন্ত্র ও চক্রান্ত ভেস্তে গেছে। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ,উদ্যোক্তা ও গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।