শেখ আতিকুর রহমান, র্বাাতা সম্পাদক ২৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:৩৪:৩৯ প্রিন্ট সংস্করণ
হাফিজুর রহমান শিমুলঃ বাংলাদেশ পুলিশে চাকুরীর সুবাদে আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং উত্তম ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আইজি ব্যাজ পদক-২০২৩ পেলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মানবিক পুলিশ কর্মকর্তা আমিনুর রহমান। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে তাকে এ পদক পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন,বিপি এম (বার), পিপিএম। জানা গেছে, মোঃ আমিনুর রহমান আমিন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করে সফল হয়েছেন। তিনি সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা এলাকার অসংখ্য মাদক কারবারি ও সেবনকারীকে সেচ্ছায় আত্মসমর্পণ করার উদ্যোগ নিয়েও সফল হয়েছেন তিনি। কিশোর গ্যাংদের দৌরাত্ম বন্ধ করতে নিজেই শহরের পার্ক ও রাস্তাঘাটে অভিযান পরিচালনা, চোরাচালান প্রতিরোধে অসামান্য অবদান রেখেছেন।কিশোর -যুবক-যুবতীদের তিনি বুঝিয়ে রাতের আড্ডা বন্ধ করে পড়ালেখায় মনোনিবেশ করিয়েছেন। এতে অভিভাবকরাও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে প্রচার অভিযান চালিয়েছেন বছরজুড়ে। ট্রাফিক আইন মান্যকারীদের হাতে ফুল দিয়েও শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাকে। শীতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে রাতে ঘুরে ঘুরে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে নিরবে প্রচারনা ছাড়াই কম্বল বিতরণ করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। দীর্ঘদিনের বিরোধ মিমাংসা করে দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসা কুড়িয়েছেন। অল্পদিনেই কালিগঞ্জ ও শ্যামনগরে ব্যাপক জনপ্রিয় হওয়ায় অবশেষে পুলিশের ‘আইজি ব্যাজ পদকে ভূষিত হয়েছেন তিনি। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন অভিব্যক্তি প্রকাশ করে বলেন, মহান আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া আদায় করছি। অশেষ কৃতজ্ঞতা জানাই সম্মানিত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী স্যারকে, আমার সকল সহকর্মী, বিশেষ করে সকল সাংবাদিক ভাই ও আমার পরিবারের প্রতি। তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তার এ প্রাপ্তিতে কর্ম উদ্দীপনা ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। আমি অত্যন্ত খুশি আইজিপি পদক পেয়ে। আগামী দিনেও মানুষের মাঝে পুলিশি সেবা যথাযথভাবে করে যেতে চাই আমি। সবার দোয়া চাই, এই পুরস্কার যেন আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা জোগায়।