Uncategorized

নেতিবাচক নয়, ইতিবাচক খবরও প্রকাশ করতে হবে ——-প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম

  প্রতিনিধি ৮ জুন ২০২৩ , ১১:২৯:১৯ প্রিন্ট সংস্করণ

 

হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরায় সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. উৎপল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সম্পাদক আবু আহমেদ, সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক মোহাম্মদ আলী সুজন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম প্রমুখ। সেমিনারে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, অন্যের সংবাদ কপি পেস্ট করে কোন দিন ভালো সংবাদকর্মী হওয়া যায় না। হলুদ সাংবাদিকতা বন্ধে মূলধারার সাংবাদিকদের একজোট হতে হবে। শুধু নেতিবাচক খবর নয়, ইতিবাচক খবরও প্রকাশ করতে হবে। তিনি আরো বলেন, অপসাংবাদিকতায় দেশ ভরে গেছে। এটি নিয়ন্ত্রণের এখন সময় এসে গেছে। সুন্দরবন সংলগ্ন এই জেলা সাংবাদিকদের জন্য একটি আদর্শ জায়গা। আমি চাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করবেন সকলে।

আরও খবর

Sponsered content