সাতক্ষীরার সংবাদ

অবশেষে কালিগঞ্জের থালনা খাল অবমুক্ত করলেন সহকারী কমিশনার আজাহার আলী

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ৮:১৯:২৬ প্রিন্ট সংস্করণ

 

কালিগঞ্জ প্রতিনিধিঃ
অবশেষে সাতক্ষীরার কালিগঞ্জের থালনা খালটি জনস্বার্থে অবমুক্ত করলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী। তিনি রবিবার (১৩ আগষ্ট) দুপুরে সরকারী খালসমূহ উন্মুক্ত করেন।
জানাগেছে, কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের থালনা মৌজার ১৮ একর সম্পত্তির থালনা খালটি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ উঠে। গত ২/২/২৩ তারিখে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা বরাবর জনস্বার্থে খাল অবমুক্ত করার দাবীতে লিখিত অভিযোগ দায়ের করেন কাত্তিকচন্দ্র সরকার। অভিযোগে থালনা গ্রামের মৃত মনোরঞ্জন বিশ্বাস এর পুত্র দীনেশ বিশ্বাস, নিরান
সরকারের পুত্র অর্পন সরকারসহ ১৩/১৪ জনের বিরুদ্ধে খাল জবরদখলে রেখে নেট পাটা ও আটল পেতে পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টি করছে মর্মে অভিযোগ করেন। বিষয়টি আমলে নিয়ে চৌকস সহকারী কমিশনার মোঃ আজাহার আলী সরেজমিনে তদন্ত করেন এবং উভয়পক্ষকে নিয়ে একাধিক বার শান্তিপূর্ণ পরিবেশে খালটি অবৈধভাবে দখলদারদের কবল থেকে মুক্ত করার চেষ্টা করেন। ৯/৩/২৩ তারিখে সহকারী কমিশনার ভুমি স্বাক্ষরিত নথি প্রেরণ করেন চাম্পাফুল ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার নিকট। এনথিতে জরুরী ভিত্তিতে খালসমুহ সরকারী নিয়ন্ত্রনে রেখে জনসাধারণের ব্যবহারের নিমিত্তে ইন্মুক্তকরণের নির্দেশ দেন। তবুও নেট পাটা অপসারণ না করায় জটিলতা বেড়ে যায়। দীর্ঘদিন জবরদখলে রাখা খালটি ছাড়তে চাননি দীনেশ গং। একপর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, ভুমি সহকারী কর্মকর্তা ও জনসাধারণকে নিয়ে থালনা খালের নেট পাটা অপসারণ ও জনসাধারণের ব্যবহারের উপযোগী করে দেন চৌকস সহকারী কর্মকর্তা মোঃ আজাহার আলী। একারণেই চাম্পাফুল ইউনিয়নের সাধারণ জনগনের পাশাপাশি এলাকার সচেতন মহলে প্রশংসিত হয়েছেন মোঃ আজাহার আলী।

আরও খবর

Sponsered content