সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জের খুব্দীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বিজয় দিবস পালন

  শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক.. ২২ ডিসেম্বর ২০২২ , ৮:০৫:৪৮ প্রিন্ট সংস্করণ

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দীপুর ডালখোলা মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার(২০ ডিসেম্বর) সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের নিয়ে বিভিন্ন খেলাধুলা, ধীরে সাইকেল ও মোটর সাইকেল চালানো প্রতিযোগিতা, বিশেষ আকর্ষণ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি লাঠিখেলা ও সার্কাস, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সাংবাদিক এসএম গোলাম ফারুকের সভাপতিত্বে ও জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কালিগঞ্জ বিআর ডিবি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম শাহাদাত হোসেন, ইউপি সদস্য খায়রুল আলম রুবেল, ইউপি সদস্য সুফিয়া খাতুন প্রমূখ।

আরও খবর

Sponsered content