সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জের পৌষমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখলেন ইউএনও

  শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক ৩০ ডিসেম্বর ২০২২ , ১০:৪৩:০১ প্রিন্ট সংস্করণ

কালিগঞ্জ প্রতিনিধিঃ  বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাটি শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী চলছে পৌষ মেলা।
শুক্রবার (৩০ শে ডিসেম্বর) রাত ৮ টায় গোবিন্দকাটি হাই স্কুল মাঠে পৌষ মেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশুপতি সরকারের সভাপতিতে ও ওয়ন্তী বিশ্বাসের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার রহিমা সুলতানা (বুশরা)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল।
বক্তারা বলেন পৌষ- পার্বণে গ্রামে গ্রামে খোলা মাঠে বসে মেলা। সেখানে দেশজপণ্যের সমাহার আর লোকজসংস্কৃতির উপস্থাপনা গ্রামীণ জনপদের মানুষগুলোর জীবনে নির্মল আনন্দ বয়ে আনে। কিন্তু বর্তমানে গ্রামবাংলার সেই মেলা স্থান করে নিয়েছে শহরেও। পিঠা- পুলি, মুড়ি-মুড়কি, খেজুরের রস, নলের গুড়, শিরনি-পায়েস, মধুসহ নানান উপাদান নিয়ে গোবিন্দকাটি হাই স্কুল মাঠে বসেছে পৌষমেলা।শান্তির পায়রা উড়ুক পৌষের আকাশে’ এই স্লোগান নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষমেলা। আগামীকাল শনিবার রাতেই পৌষমেলার সমাপনী হবে।

আরও খবর

Sponsered content