সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় অবৈধযান চলাচলে নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ৮:৪৫:১৭ প্রিন্ট সংস্করণ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯ মে) সকাল ১০ টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, থানার ওসি (তদন্ত) মোঃ এমাদ আলী, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান ও ইউপি চেয়ারম্যানবৃন্দসহ আইন শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। সম্প্রতি জিরণগাছা মোড়ে শিশু নিহত হওয়ার ঘটনাসহ অসংখ্য সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হচ্ছে প্রতিনিয়ত। এ কারণেই উপজেলার সড়কগুলোতে ডাম্পার, বাংলা টলি, টমটম, ট্রোলীসহ অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আইন শৃংখলা কমিটির সভায় । বিশেষ প্রয়োজনে রাত দশটার পর থেকে চলাচল করতে পারবে, তবে কোনক্রমে দিনের বেলা এসব যানবাহন সড়কে দেখা গেলে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইউএনও মহোদয় নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content