সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত – বিজয় নিউজ

  শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক ১৪ অক্টোবর ২০২২ , ৪:২৩:৩৩ প্রিন্ট সংস্করণ

কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম

দুর্যোগে আগাম বার্তা সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস -২০২২ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজন এবং ওয়াল্ড ভিশন এর সহযোগিতা ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় কালিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক র্যালি বাইর হয়। রেলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মথুরেসপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, অল্ড ভিশন এর প্রতিনিধি বিপ্লব তরফদার প্রমুখ ।

আরও খবর

Sponsered content