সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৩ , ৬:০৪:৪৪ প্রিন্ট সংস্করণ

 

হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গণে র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে পরিবর্তনশীল ও শান্তিময় সমাজ গঠনে স্বাক্ষরতা প্রসার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা সাহা, সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইডা সংস্থার শিক্ষা প্রোগ্রাম কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রমুখ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুদের গঠন দক্ষতা বৃদ্ধি ও পাঠ্যভাস গঠনের লক্ষ্যে পরিচালিত স্বাক্ষরতা কর্মসূচি। দেশে স্বাধীন পাঠক তৈরির অভিযাত্রায় কাজ করে চলেছে। পরিবর্তনশীল শান্তিময় সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার হোক প্রাথমিক স্তরে থেকেই তবেই সফল হবে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। কালিগঞ্জ উপজেলায় ঝরে পড়া শিশুদের নিয়ে ইডা সংস্থা ৭০ টি স্কুল পরিচালনা করে আসছে। তাদের পরিচালিত বিভিন্ন স্কুলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। বাংলাদেশে ১৯৫৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্বাক্ষরতা কর্মসূচির অন্তর্ভুক্ত। এরমধ্যে প্রশিক্ষণ পেয়েছেন ১২৯৬৪ জন শিক্ষক। শিক্ষা সহায়তা পেয়েছে ৪ লক্ষ শিশু। ১৭২টি গল্প বই শিশুদের জন্য প্রকাশিত হয়েছে এবং ২৬ লক্ষ গল্প বই বিতরণ করা হয়েছে। এছাড়া ১১১১২ টি শিশুদের জন্য শ্রেণীকক্ষ পাঠাগার আছে ।স্বাক্ষরতা কর্মসূচি রুম টু মিট এর ১৬ বছর চলছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content