সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জে চৌমুহনী হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণজয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্টিত

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৩ , ৯:২০:২৭ প্রিন্ট সংস্করণ

 

আলমগীর হোসেন, কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জের চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সুবর্ণজয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠান। রবিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আহছানউল্লা তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক ডি এম মোমতাজ উদ্দীন, বিষ্ণুপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর, সাবেক চেয়ারম্যান আকবর আলী মোড়ল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম হোসেন, সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, বিশিষ্ট শিক্ষানুরাগী ও কবি মনজুর লুৎফর রহমান ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক, প্রাক্তন ছাত্র মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাক্তন কৃতিছাত্র ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং মানব সম্পদ বিভাগের প্রধান প্রাক্তন কৃতিছাত্র শেখ আকতার উদ্দীন আহমেদ, প্রাক্তন ছাত্র ও অডিটর মুহসিন রেজা মুন্না এবং জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি প্রাক্তন ছাত্র এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠান সফলতায় সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুর রশিদ, এ কে এম মোরশেদ, শেখ মেহেদী হাসান তারেক, শেখ খালেদ মোহাম্মদ আবু হোসেন, মাহবুবুর রহমান, আবুল কালাম আজাদ, আব্দুর রব, আমানউল্লাহ তরফদার, সাইফুল্লাহ আজাদ, শামিম আজাদ বুলবুল, শেখ আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, সাব্বির আহমেদ সবুজ, শেখ আকরাম হোসেন, হিরেণ কুমার বালা, তাপস কুমার ঘোষ, সিরাজিয়া পারভেজ টুটুল, গাজী হাবিব, শামীম আজাদ রনি, আব্দুল্লাহ আল মামুন, শেখ মহিদুল ইসলাম, রোকনুজ্জামান রনি, শাহরিয়ার সোহাগ, সেলিম রেজা,লিয়াকত, শফিউল্লাহ, সুলতান মাহমুদ, জসিম, জাফর ইকবল বাবু, শাহিন রেজা, নিহাল হাসনাইন, আশিক, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময়ে চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জমিদাতা, ইউপি চেয়ারম্যান বৃন্দ, পৃষ্ঠপোষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষকমন্ডলির সন্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ৮ শতাধিক প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী, প্রাক্তন ও বর্তমান ম্যানেজিং কমিটি, অভিভাবক, সাংবাদিকবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পরে চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন নবীন প্রবীন শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়। অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ে করা হয় আলোকসজ্জা ও বিশাল প্যান্ডেল। সকলের সন্যে আপ্যায়ন ও আতিথেয়তা প্রদানের ব্যবস্থা। এ এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি ও অভিজ্ঞতা বিনিময় করেন একে অপরের সাথে।

আরও খবর

Sponsered content