সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জে নিরাপদ সড়ক দিবস উদযাপন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক ২৩ অক্টোবর ২০২২ , ৪:১৪:০৪ প্রিন্ট সংস্করণ

বিজয় নিউজ ডেক্স : আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শনিবার ( ২২ অক্টোবর) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা সদরে র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি )রোকনুজ জামান বাপ্পি’র সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মোরশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ প্রমূখ। সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন নিরাপদ সড়কের জন্য যেমন আমাদের দাবি ঠিক তেমনি আইন মানতে সচেতন নাগরিক সমাজ গড়ে তুলতে হবে। তিনি বলেন সড়কপথে সুন্দরবন সাতক্ষীরার আকর্ষণ, কিন্তু সড়ক ও জনপদ বিভাগের সাতক্ষীরার মহাসড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। তিনি এই এলাকার মাননীয় সংসদ সদস্য সহ সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপের মাধ্যমে অচিরেই সাতক্ষীরা মুন্সিগঞ্জ ভায়া কালিগঞ্জ এই রাস্তাটি সংস্কার ও মেরামতের দাবি জানান।

আরও খবর

Sponsered content