Uncategorized

কালিগঞ্জে প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা 

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৩ , ৭:৩৬:২২ প্রিন্ট সংস্করণ

 

কালিগঞ্জ প্রতিনিধিঃ

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপনে কালিগঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আজাহার আলী, থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এবাদ আলী, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, পার্ক কমিটির সেক্রেটারী এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছুসহ সরকারী কর্মকর্তা, শিক্ষক, শিল্পকলা একাডেমীর সদস্য, উপজেলা লেডিস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে সভাপতির বক্তব্যে রহিমা সুলতানা বুশরা বলেন বাংলা নববর্ষ আমাদের চিরায়ত সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। নববর্ষের মঙ্গল শোভাযাত্রাও দেশের পরিমন্ডল ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। নববর্ষ উদযাপনে সরকার ভাতাও প্রদান করছে। প্রাণের এ উৎসব সকলের অংশগ্রহণে সমৃদ্ধ করা হবে। তবে পবিত্র মাহে রমজানের পবিত্রতার দিকে খেয়াল রেখেই কর্মসূচী গ্রহন করতে হবে।

আরও খবর

Sponsered content