সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জে মৌতলা হাইস্কুলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত

  শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক.. ১৫ ডিসেম্বর ২০২২ , ৬:২৯:০৬ প্রিন্ট সংস্করণ

কালিগঞ্জ প্রতিনিধি : দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণের সমাপানী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিবি কার্যালয়ের আয়োজনে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা পারভীনের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু। বিদ্যালয়ের সভাক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক আশেক মেহেদী, বিআরডিবির উপজেলা সমন্বয়কারী রফিকুল ইসলাম। বিদ্যালয়ের  সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কিশোরী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিআরডিবির কর্মী ও কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।

আরও খবর

Sponsered content