সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জে স্বল্প পানির চাহিদা সম্পন্ন ফসল আবাদ ও পিট খনন কাজের শুভ উদ্বোধন

  শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক। ৬ মার্চ ২০২৪ , ৮:৪১:৫৩ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার: খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এ দেশ কৃষি নির্ভর বাংলাদেশের উর্বর জমিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিক নির্দেশনায়, কৃষি অধিদপ্তরের যুগ-উপযোগী বিজ্ঞানভিত্তিক চাষের মাধ্যমে, কৃষি খাতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তারই ধারাবাহিকতায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মাধ্যমে ভাড়াশিমলা ইউনিয়নে কুকোডাঙ্গা মোড় হতে সাদপুর বিলগুল্লি খাল অভিমুখী ১.৩২০ কিলোমিটার নিষ্কাশন নালা খনন কাজের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (০৬ মার্চ) সকালে অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দীন, উপস্থিত ছিলেন ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান (নাইম) প্রমুখ। পানি নিষ্কাশন নালা সংস্কারের মাধ্যমে প্রায় ৯’শ বিঘা জমির জলাবদ্ধতা দূর হবে। এতে এলাকার কৃষকেরা নতুন করে স্বপ্ন দেখছে এবং অনেক আনন্দিত, সাথে সাথে তারা কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যুগ উপযোগী এ ধরনের বিজ্ঞানভিত্তিক ফসল চাষ কৃষকের দোর-গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য।

আরও খবর

Sponsered content