সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস জনবান্ধব অফিসে পরিণত করেছেন এ্যাসিল্যান্ড

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৩ , ৩:৩২:৩৫ প্রিন্ট সংস্করণ

 

বিজয় নিউজ ডেস্কঃ
কালিগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়টি জনবান্ধব অফিসে পরিনত করেছেন উপজেলা সহকারী কমিশনার। এখন আর হয়রানির শিকার হতে হচ্ছেনা ভুমিসেবা গ্রহনকারীদের। নামজারীসহ গুরুত্বপূর্ণ ফাইল অল্পদিনেই সম্পন্ন করা, দালাল ও প্রতারক মুক্ত ভুমি অফিস উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা সহকারী কমিশনার মোঃ আজাহার আলী। সব ধরনের ভূমি সেবার মান বৃদ্ধি পেয়েছে। অপ্রয়োজনীয় ভিড় বা দালালের আনাগোনা দেখা যায় না অফিস প্রাঙ্গণে । নেই কোন বস্তাবন্দি ফাইল। নেই কোন অনিয়ম ও দুর্নীতি। দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে পুরাতন পেন্ডিং কাজ শেষ করে এ স্বচ্ছতা ফিরিয়ে আনা হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে বর্তমান সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আজাহার আলীর সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার কথা শোনা গেছে। মাত্র দুই মাসে অফিসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সহকারী কমিশনার (ভূমি) মো: আজাহার আলীর কর্মতৎপরতা ও সৃজনশীলতার বিষয়টি ফুটে উঠেছে । প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ভূমি রেকর্ড ব্যবস্থাপনা ও নামজারিসহ অন্যান্য সেবা এখন সেবা প্রত্যাশিরা খুব সহজেই পেয়ে যাচ্ছে। ৭ থেকে ১৫ দিনের মধ্যে নামজারি সম্পন্ন করা হচ্ছে।খাল ও সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় উপজেলা জুড়ে হচ্ছেন প্রশংসার পাত্র। যেখানেই অভিযোগ দিনে রাতে ছুটে যাচ্ছেন সেখানে। নিয়মিত পরিদর্শন করছেন ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর। প্রতি বুধবার গণশুনানি ছাড়াও ইউনিয়ন ভূমি অফিসে চলছে নিয়মিত গণশুনানি। উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণে খোলা স্থানে নান্দনিক বারোমাসি বহু বর্ষজীবী ফুল গাছ রোপণ করে তৈরি করেছেন নান্দনিক ও দর্শনীয় বাগান। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুলে নিয়মিত উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে পিটিতে অংশগ্রহণ করেন “নিজেকে জানো” ও “বেসিক ভূমি ব্যবস্থাপনা” শিরোনামে দুইটি সেশন পরিচালনা করেন। দ্রুত ভূমি সেবা পেয়ে উপজেলার সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন এবং প্রসংশায় মুখরিত করছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলীকে।

আরও খবর

Sponsered content