আন্তর্জাতিক

কালিগঞ্জ বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক.. ২২ ডিসেম্বর ২০২২ , ৭:০১:১১ প্রিন্ট সংস্করণ

কালিগঞ্জ প্রতিনধি : এসো জ্ঞানের সন্ধানে,ফিরে যাও দেশের সেবাই” এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল,বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি খান আসাদুর রহমান,সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি অ্যাড: হাবিব ফেরদাউস শিমুল, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য শেখ রফিকুল ইসলাম,ভাড়াশিমলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক,উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: সুলতান মাহমুদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন প্রমূখ। অনুষ্ঠানে শেষে প্রতিটা শ্রেণিতে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারকারীকে পুরস্কার প্রদান করা হয়। এ সময়ে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content