সাতক্ষীরার সংবাদ

কা‌লিগ‌ঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃ ও শিশু পু‌ষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  শেখ আতিকুর রহমান, র্বাাতা সম্পাদক ১৯ মার্চ ২০২৪ , ৮:৫০:৫৯ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার:  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রোথ ম‌নিট‌রিং প্রমোশন এবং মারাত্বক তীব্র অপু‌ষ্টি (SAM) শিশু চি‌হ্নিতকরণ ও ব‌্যবস্থাপনার উপর হেলথ ভ‌লে‌ন্টিয়ার ও ক‌মি‌উনি‌টি হেলথ ওয়ার্কার‌দের ৬ ব‌্যা‌চের প্রথম দি‌নের দক্ষতা বৃ‌দ্ধিমূলক প্রশিক্ষণের উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে।(১৯ মার্চ) মঙ্গলবার বেলা ১০টায় উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের স‌ম্মেলন ক‌ক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আ‌য়োজ‌নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলা‌দেশ নবযাত্রা প্রক‌ল্পের সহ‌যো‌গিতায় প্রথম দি‌নের প্রশিক্ষ‌ণের উ‌দ্বোধন ক‌রেন উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বুলবুল কবীর।উপ‌জেলা নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক আব্দুস সোবহা‌নের সঞ্চালনায় উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নের আ‌লোচনা সভায় বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সে‌লিম, নবযাত্রা প্রক‌ল্পের নিউট্রিশন স্পেশালিস্ট সৈ‌য়দ নূর‌ে আলম সি‌দ্দিকী, উপ‌জেলা টেক‌নিক‌্যাল কো-অ‌ডি‌নেটর এফ এইচ আই মোঃ জিয়াউল আহসান, মাই‌সিন অ‌ফিসার শার‌মিন আক্তার, স্বাস্থ‌্য প‌রিদর্শক প্রশান্ত সরকার প্রমুখ।

আরও খবর

Sponsered content