সাতক্ষীরার সংবাদ

কালীগঞ্জ প্রেসক্লাবের গৌরমময় ৪০ তম বর্ষপূর্ত উদযাপন উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ৪:০৪:৩৭ প্রিন্ট সংস্করণ

বিজয় নিউজ ডেস্কঃ

ঐতিহ্যবাহী সাতক্ষীরার কালিগঞ্জ প্রেস ক্লাবের ৪০ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে র‍্যালি গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ রবিবার বিকাল সাড়ে পাঁচটায় কালীগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে ব্যান্ড বাদ্য বাজিয়ে এক বর্ণাঢ্য রেলি বাহির হয়। র‍্যালিটি উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। রেলি শেষে সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে প্রেসক্লাবের ৪০ তম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বাডরী সফুর সভাপতিত্বে

ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও যুগ্ম সম্পাদক এ হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনা অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা: প্রফেসর আ ফ ম রুহুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো আজাহার আলী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদা খানম মেধা, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ রকেয়া মুনছুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, দেশ টিভি ও বিডিনিউজের জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, কুশলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, সুশীলনের নির্বাহী প্রধান বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পী মোস্তফা নুরুজ্জামান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, কালিগঞ্জ থানা সেকেন্ড অফিসার মোরশেদুল, বিবিসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, উপজেলা বি আর ডিপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, সম্মিলিত সামাজিক আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, কালিগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফল ইব্রাহিম প্রমূখ। অনুষ্ঠানে সম্মানিত সকল অতিথিকে কালীগঞ্জ প্রেস ক্লাবের ৪০ তম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে প্রেসক্লাব এর পক্ষ থেকে ব্যাস পরিয়ে উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয় পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪০ জন গুণী ব্যক্তিকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে গুণীজন সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য কলেজ পর্যায়ে নলতা আহসানিয়া রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ ও রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু মাধ্যমিক স্কুল পর্যায়ে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা পারভিন মাদ্রাসা পর্যায়ে নলতা আহসানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ রমিজ উদ্দিন প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলামিন কেজি স্কুল পর্যায়ের নলতা কেবি আহসানিয়া জুনিয়র স্কুল এর প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক, সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান ও বাবলু ভঞ্জ চৌধুরী, এনজিও ব্যক্তিত্ব ও উন্নয়নে অবদান রাখায় সুশিলনের নির্বাহী প্রদান মোস্তফা নুরুজ্জামান ও নোয়াবাগী গণমুখী ফাউন্ডেশনের পরিচালক লুৎফর রহমান, ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু,ও জাতীয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, চিকিৎসা সেবায় অবদান রাখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডা শেখ তৈয়বুর রহমান ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার তপন শর্মা, সমাজসেবক মঞ্জুর লুৎফর রহমান, ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল, সংগীতে বিশেষ অবদানের জন্য নির্মল কুমার মন্ডল ও বারিম কুমার দাস, জনসেবক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ ও ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সমাজসেবায় উপজেলার বারোটি ইউনিয়নের 12 জন চেয়ারম্যান কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভিন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল গাইন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম, মধুরেজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টো কন, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন উদযাপন কমিটির প্রধান ও প্রেসক্লাবের সহসভাপতি বাবলা আহমেদ গুণীজন সম্মাননা ও আলোচনা সভা শেষে ফ্যামিলি ব্র্যান্ডে ও উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংবাদিক আশেক মেহেদীর ও জাহাঙ্গীর আলমে

আরও খবর

Sponsered content