সাতক্ষীরার সংবাদ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয় বেশি ভুমিকা রাখবে —–ওসি হালিমুর রহমান বাবু – বিজয় নিউজ

  শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক ১৯ অক্টোবর ২০২২ , ৭:১৬:৫১ প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক :  কালিগঞ্জে আল আমিন প্রিক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় স্কুল চত্তরে আল আমিন প্রিক্যাডেট স্কুলের মা্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু। তিনি তার বক্তব্যে বলেন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয় বেশি ভুমিকা রাখবে। সন্তানদের প্রতি আরও বেশি বেশি আন্তরিক হতে হবে। আজকের শিশুকে আগামীদিনের আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে হবেই। কেননা সন্তানেরা বিপথগামী হলে পরিবার, সমাজ তথা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রকাশ কুমার মন্ডল। অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন স্কুলের অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক মন্ডলী, সূধীবৃন্দ ও শিক্ষার্থীরা।

আরও খবর

Sponsered content