সাতক্ষীরার সংবাদ

শ্যামনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিকের ভাগ্না সুনান

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৫৩:১৫ প্রিন্ট সংস্করণ

 

শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলা ৪২ নং নওয়াবেকী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণি থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কাবিরুল এলাহী (সুনান) নামের এক শিক্ষার্থী। সে ইশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটী গ্রামের সহকারী স্বাস্থ্য পরিদর্শক কুদরত এলাহী ও মাতা সহকারী শিক্ষিকা সুমাইয়া সুলতানা লাবনী একমাএ পুত্র। এবং সাংবাদিক আব্দুর রহমান বাবুর ভাগ্না। সে বড় হয়ে একজন আদর্শবান মানুষ হতে চায়। তার পিতা মাতা ও সুনান বাবু সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত কাবিরুল এলাহী (সুনান) ছোট বেলা থেকে নওয়াবেকী গ্রামে তার নানা লাকি মোড়লের বাড়িতে নানা নানীর কাছে মানুষ হয়েছেন এবং সেখান থেকে পড়াশুনা করে আজ এই সফলতা অর্জন করেছেন।

আরও খবর

Sponsered content