সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জে দশ লক্ষ টাকার ভেজাল মধু ও সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ, আটক ১

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৩ , ১০:৫৮:৪৪ প্রিন্ট সংস্করণ

 

হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জে ভেজাল মধু প্রস্তুতে কারখানা আবিস্কার। দশ লক্ষ টাকার ভেজাল মধু ও সরঞ্জামাদি জব্দ করেছে থানা পুলিশ, আটক ১ জন। থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কালিগঞ্জ থানার এসআই (নিঃ) মিলন বিশ্বাস, সংগীয় এএসআই (নিঃ) সেলিম রেজা, কং/৮১৬ আক্তারুল ইসলাম, কং/৬২৫ মশিউর রহমান, নারী কং/৭০২ অনিমা গাইন, সকলেই কালিগঞ্জ থানা, সাতক্ষীরা। গত ইং ১৩/০৭/২০২৩ তারিখ থানা এলাকায় জরুরী ডিউটি করাকালিন অনুমান ১৮.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কালিগঞ্জ থানাধীন কৃষ্ণনগর সাকিনস্থ আশরাফ হোসেন, পিতা- মৃত আহাদ আলী ঢালী এর বাড়ীর ভাড়াটিয়া ধৃত আসামী ১। মোছাঃ মরিয়ম বেগম (৩২), স্বামী- মোঃ কামাল হোসেন, সাং- মুন্সিগঞ্জ লক্ষিন কদমতলা, থানা-শ্যামনগর, জেলা সাতক্ষীরা ও পলতা আসামী ২। মোঃ কামাল হোসেন (৩৯), পিতা- রুহুল আমিন গাজী, সাং- মুন্সিগঞ্জ দক্ষিন কদমতলা, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরার বসত ঘরের সামনে আধাপাকা টিনের ঘরের মধ্যে আসামীদ্বয় ভেজাল মধু তৈরী করিয়া হেফাজতে রাখিয়াছে। বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয়কে মোবাইলে অবগত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এসআই মিলন বিশ্বাস সংগীয় অফিসার সঙ্গীয় ফোর্স সন্ধ্যা ৭ টায় ঘটনাস্থলে পৌঁছাইলে পোশাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সংগীয় নারী ফোর্সের সহায়তায় ১ নং আসামী মরিয়মকে ধৃত করিতে সক্ষম হন এবং আসামী কামাল দৌড়াইয়া পালাইয়া যায়। সাক্ষীদের উপস্থিতে ধৃত আসামীর দেখানো মতে কৃষ্ণনগর সাকিনস্থ তাহার আধাপাকা টিনের ভাড়া বসত ঘরের ভিতর হতে আলামত হিসাবে ৮ টি নীল রংয়ের বড় প্লাষ্টিকের ড্রাম যাহার ৬টির প্রত্যেকটির মধ্যে ৩শ লিটার করে সর্বমোট ১৮ শ লিটার, ৫ টি প্লাষ্টিকের গ্যালন যার প্রতিটির মধ্যে ৫০ লিটার করে মোট ২’শ ৫০ লিটার, সর্ব মোট ২ হাজার ৫০ লিটার চিনি ও বিভিন্ন ক্যামিকেল মিশ্রিত পানির তরল প্রবন সাদৃশ্য (নকল/ভেজাল মধু), যার বাজার মূল্য অনুমান দশ লক্ষ পঁচিশ হাজার টাকা, ভেজাল মধু তৈরীর কাজে ব্যবহৃত টিনের সীট দ্বারা তৈরী পাত্র, ৪ বস্তা চিনি, একটি গ্যাসের চুলা ও ১ টি গ্যাস সিলিন্ডার, ১ টি লাল প্লাষ্টিকের মগের মধ্যে রক্ষিত ৫শ গ্রাম ভেজাল মধু তৈরীরর ক্যামিকেল, একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত সাদা রংয়ের ১শ ৫০ গ্রাম ভেজাল মধু তৈরীর ক্যামিকেল প্রাপ্ত হন। পরবর্তীতে থানার এসআই মিলন বিশ্বাস অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমানকে ঘটনার অবহিত করিলে অফিসার ইনচার্জ তাৎক্ষনিক ঘটনার বিষয়ে আমাকে জানাইলে আমি মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল, সাতক্ষীরাসহ কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা দেখি এবং ঘটনার বিষয়ে বিস্তারিত জানি ও শুনি। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে এসআই মিলন বিশ্বাস ইং ১৩/০৭/ ২০২৩ তারিখে রাত সাড়ে ৮ টায় জব্দতালিকা প্রস্তুত করতঃ অদ্যতালিকা মোতাবেক জব্দ করেন। ধৃত ও পলাতক আসামীরা অবৈধ ভাবে চিনি দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চিনি জ্বালায় মধুর সঙ্গে মিশিয়ে ভেজাল মধু খাটি মধু হিসাবে বিক্রয়ের উদ্দেশ্যে তৈরী করিয়া ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(সি)/২৫-ডি ধারায় অপরাধ করিয়াছে। উক্ত বিষয়ে কালিগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ- ১৪/০৭/২০১৩ ইং, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (সি)/২৫-ডি রুজু হয়েছে। এ সময়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, চৌকস পুলিশ কর্মকর্তা আমিনুর রহমান (আমিন), কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন।

আরও খবর

Sponsered content