রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার কমিটি গঠন সম্পন্ন সাতক্ষীরা কে আমরা একটি নতুন ও আদর্শ সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত আধুনিক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রেখে চলেছে দৈনিক কালবেলা মহানবী (সা:) এর কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না : গয়েশ্বর গণঅভ্যুত্থানে আহত নবীন ও রাইসুরকে চিকিৎসা সহায়তা দিল বিএনপি দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান কালিগঞ্জের ছিনাইকারীর গুলিতে আহত ২ ব্যবসায়ী অস্ত্র গুলিসহ আটক ১

নলতা হাইস্কুলে অভিভাবক সমাবেশে ডা: রুহুল হক এমপি- স্কুল খোলার ব্যবস্থা ও দোষীদের শাস্তি হবে

রিপোর্টারের নামঃ ৬৪ টাইম ভিউ
আপডেটঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৯:৪০ অপরাহ্ন

 

হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের পিটুনিতে ৯ম শ্রেণীর ছাত্র নিহতের ঘটনায় রবিবার ( ২৩ জুলাই) বেলা ১১টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক। নলতা সরকারী প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাইদ মেহেদী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান, কালিগঞ্জ উপজেল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক প.প কর্মকর্তা ডাঃ শেখ আকছেদুর রহমান, কালিগঞ্জ উপজেলার আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, নিহত রাজপ্রতাবের জ্যাঠা দেবীরঞ্জন দাশ প্রমুখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অভিভাবককের মধ্যে বক্তব্য রাখেন, শিরিনা, রফিকুল ইসলাম খোকন, হিরা রহমান, মুজিবর রহমান বাবলু, কমলা রানী বিশ্বাস, অনন্ত কুমার মন্ডল, আনিছুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অভিভাবকরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতিদ্রুত স্কুলে পাঠদানের ব্যবস্থা করতে হবে। আরো বলেন, স্কুল চলাকালীন সময়ে যাতে কোন শিক্ষার্থী বাহিরে না যেতে পারে তার ব্যবস্থা, কোন শিক্ষার্থী স্কুলে না আসলে অভিভাবক জানানোর ব্যবস্থা করতে হবে এবং প্রকৃত ঘটনা উদঘটন করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
সমাবেশে প্রধান অতিতি বলেন, ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে আলোচনা করে দ্রুত স্কুল খোলার ব্যবস্থা করা হবে এবং রাজ প্রতাপ নিহতের ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দেন। অভিভাবক সমাবেশের পূর্বে সভাপতি ডা: রুহুল হক নিহত রাজ প্রতাপের বাড়ীতে যেয়ে তার পিতা-মাতা সহ পরিবারের সকলকে সান্ত্বনা ও সমবেদনা জানান।


এই বিভাগের আরো খবর