রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার কমিটি গঠন সম্পন্ন সাতক্ষীরা কে আমরা একটি নতুন ও আদর্শ সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত আধুনিক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রেখে চলেছে দৈনিক কালবেলা মহানবী (সা:) এর কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না : গয়েশ্বর গণঅভ্যুত্থানে আহত নবীন ও রাইসুরকে চিকিৎসা সহায়তা দিল বিএনপি দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান কালিগঞ্জের ছিনাইকারীর গুলিতে আহত ২ ব্যবসায়ী অস্ত্র গুলিসহ আটক ১

সাতক্ষীরার আঞ্চলিক কবি বাবর আলী সরদার আর নেই

রিপোর্টারের নামঃ ৬০ টাইম ভিউ
আপডেটঃ রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ৫:৩২ অপরাহ্ন

 

হাফিজুর রহমান শিমুলঃ
সবাই কে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরার আঞ্চলিক ভাষার কবি, লেখক, সূরকার ও গীতিকার বাবুর আলী সরদার (৭৮)। তিনি রবিবার রাত ১১ টা ৫ মিঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। কবি বাবুর আলী সরদার ছিলেন সাতক্ষীরার গর্ব ও অহংকার। লেখালেখি জীবনের তার প্রথম পরিচিতি ঘটে সাতক্ষীরার কালিগঞ্চাজ উপজেলার চাম্পাফুলের আলোচিত হত্যা নির্মল দাস বাবু’র পুত্র বাবু হত্যা নিয়ে পুঁথি গান দিয়ে। তার লেখা পুঁথি গানটি নিয়ে তৎকালীন মাইকে করে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তার লেখাটি বিক্রির মাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছিলেন। তার আঞ্চলিক ভাষার গানগুলো গেয়ে পরিচিতি পেয়েছেন সাতক্ষীরার অনেক লোকাল শিল্পী। তার লেখা গান আমার মা কয়েছে বাচার এবার বে দেবেনি, গেল কনে রে গেল কনে, হেত দেখেজা ছেমড়িরা, তোমায় নানতি দেবানে ইত্যাদি উল্লেখযোগ্য গানের গীতিকার তিনি।সাতক্ষীরার সকল আঞ্চলিক পত্রিকা গুলোতে তার লেখা শতশত কবিতা প্রকাশিত হয়েছে।তিনি অর্জন করেছেন বিভিন্ন সাহিত্য সম্মেলনের সার্টিফিকেট,সাতক্ষীরা শিল্পকলা একাডেমী,খুলনা শিল্পকলা একাডেমী এবং বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পেয়েছেন সম্মানি। তিনি ২০১১ সাল থেকে রেডিও নলতা 99.2FM এর একজন গীতিকার, আঞ্চলিক ভাষার কণ্ঠশিল্পী, কবি ও সাহিত্যে দীর্ঘদিন যাবত কাজ করেছেন।এই গুণী মানুষটাকে নিয়ে লিখলে লেখা শেষ হবে না। এই গুণী মানুষটি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। একজন কবি হয় ভাবুক, মিশুক, কল্পনার জগৎ থেকে রচনা করেন শত শত কবিতা। কবিদের হৃদয়ে থাকে সততা পরপারে ভালো থাকবেন সৃষ্টিকর্তার কাছে এই দোয়া কামনা করি। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী, কালিগঞ্জ প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সোসাইটি, কবি সংসদ, কবিতা পরিষদ ও রেডিও নলতাসহ বহু সংগঠন।


এই বিভাগের আরো খবর