হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বের সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) এবাদ আলী, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নুর ইসলাম, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মমতাজ হোসেন মন্টু, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, হাজী তফিল উদ্দিন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ শফিউল্লাহ, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষ, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলামিন, এম খাতুন সদর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা গঙ্গারানী, তথ্য প্রযুক্তি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল প্রমুখ। সভায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্কুলের শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্র অংকন ও রচনা প্রতিযোগিতা। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতার মুরাল প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন করা হবে সিদ্ধান্ত গৃহীত হয়।