বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ২টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতঃ ১টি সীলগালা ও আরেকটি জরিমানা উন্নয়নের অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নাই ……………..স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন (এমপি) কালিগঞ্জে সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন কালিগঞ্জের বালিয়াডাঙ্গা ও মৌতলা বাজারের মালামালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান  কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়নে এগিয়ে কালিগঞ্জে ক্ষুদে ডাক্তারের কার্যক্রম পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: খালেদুর রহমান কালিগঞ্জে হয়রানী ও ঘুষমুক্ত ভূমিসেবা প্রদান করে যাচ্ছি এ্যাসিল্যান্ড  কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিংড়ি ব্যবসায়ীর ১৫ দিনের জেল কালিগঞ্জে দুই কেজি গাঁজা সহ চিহৃিত দুই মাদক ব্যবসায়ীকে আটক  কালিগঞ্জে উপজেলা সহকারী কমিশনারকে ফুলেল শুভেচছা জানালেন ইউএনও
জরুরী নোটিশঃ
Wellcome to our website...

সাতক্ষীরার কালিগঞ্জে পাট চাষীরা আঁশ ছাড়িয়ে শুকানো কাজে ব্যাস্ত

রিপোর্টারের নামঃ / ২২ টাইম ভিউ
আপডেটঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২৬ অপরাহ্ন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পাট থেকে সোনালি আঁশ ছাড়াতে ও শুকাতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের ঘরে উঠতে শুরু করেছে সোনালি আঁশ। নদী- নালা ও খাল বিল থেকে জাগ দেওয়া পাট তুলে এনে পাট থেকে আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর কাজে ব্যস্ত সবাই। কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার পাট চাষির সংখ্যা প্রতিবছরই বাড়ছে। অন্য বছরের তুলনায় এবছর পাটের ফলন ভালো হয়েছে বলে জানান চাষিরা। চাষিরা পাট কেটে তা নদী, নালা, খাল, বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। আবার কোথাও- কোথাও দেখা গেছে নারী- পুরুষের অংশগ্রহণে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলার বিষ্ণুপুর, কৃষ্ণনগর, মৌতলা, ভাড়াশিমলা, নলতা ও ভাড়াশিমলা এলাকায় পাট চাষ ভালো ফলন হয়েছে।উপজেলার মুকুন্দর গ্রামের পাট চাষি আনছার আলী মোড়ল, আব্দুল জলিল গাইন, নুর হোসেন গাজী, পারুলগাছা গ্রামের আব্দুল হান্নান মোড়ল, জি এম জাহিদুর রহমান, চাঁচাই গ্রামের মৃতঃ এন্তাজ আলীর পুত্র জাহাঙ্গীর আলম এ প্রতিনিধিকে জানিয়েছেন এখন পাট কাটা, পানিতে ডোবানো ও ধোয়ার কাজে আমরা ব্যস্ত সময় পার করছি। এ বছর পাটের ফলন অনেক ভালো হয়েছে। উপজেলার ভাড়াশিমলার গ্রামের পাট চাষি জাকির হোসেন পাড় বলেন, এ বছর আমি ২১ শতক জমিতে পাট চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে প্রায় ৪ হাজার টাকা। পাটের ফলনও ভালো হওয়ায় খুশি আমরা। আশা করছি ভালো দামও পাবো। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন বলেন, অন্যান্য বছের চেয়ে পাটের ফলন ভালো হয়েছে। বাজারে পাটের দামও ভালো। আশা করছি চাষিরা তাদের পাটের ন্যায্য মূল্য পাবে।


এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর