বিজয় নিউজঃ কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দক্ষিণ শ্রীপুরে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) আওতায় বাস্তবায়িত হাইসন ৩৩ জাত সূর্যমুখীর প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ মার্চ বিকাল ৪ টায় উপজেলার সোনাতলা গ্রামের কৃষক বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী মাস্টারের বাড়ির উঠানে সূর্যমুখীর প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলার কৃষি অফিসার কৃষি বিদ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে ও দক্ষিণ শ্রীপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আবু লতিফ শামসুজ্জামানের সঞ্চালনায় মাঠ দিবসে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিপংকর দাস। বিশেষ অতিথি’র বক্তব্য উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মানবিকা শীল।সূর্যমুখীর প্রদর্শনী মাঠ দিবসে ৫০ জন কৃষক কৃষানী ও লিটফারমার আঃ আজিজ, শাহাদাত হুসাইন সাজু,সহ অলকেশ সরকার, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।