সাতক্ষীরার সংবাদ

এম.জে. ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের ঈদ উপহার প্রদান

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৪ , ৮:১০:৫৬ প্রিন্ট সংস্করণ

বিজয় নিউজ ডেস্ক !

প্রতিবছরের ন্যায় মানববাধিকার জন্যকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ) এর উদ্যোগে সাবেক স্বাস্থ্য মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ,ফ, ম রুহুল হক এমপি’র আশিবাদ পুষ্ট প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে যেনো ঈদের আগেই এক অন্যরকম খুশির অনুভূতি দেখা দিয়েছে, দেশে এবং প্রবাসে কয়েকজন আপন মানুষের সহযোগিতায় গরীব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) নলতাস্থ এম জেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের সুপারভাইজার হেমায়েতউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আ’ লীগের সভাপতি ও এম জেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের দাতা সদস্য মোঃ আনিছুজ্জামান খোকন, সমাজসেবক খাদেমুল ইসলাম তুফান, বীর মুক্তিযোদ্ধা সহিলউদ্দীন। অনুষ্ঠানে এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শাহ আলম শাহীন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন এম জে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজ সেবক আজহারুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ, রহিমা খাতুন, আবুল হোসাইন, আবু রায়হান প্রমুখ। এদিকে বিতরন অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content