সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জে উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ৮:২৭:১০ প্রিন্ট সংস্করণ

 

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলা আ’লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০ টায় আ’ লীগের কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট এর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’ লীগের সহ-সভাপতি শহীদ উদ্দিন সাঈদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ- সভাপতি দিপালী রানী ঘোষ, যুগ্ন সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, যুগ্ন সম্পাদক সজল মুখার্জি, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবু, দপ্তর সম্পাদক শেখ শাহিনুর রহমান শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ অজিহার রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গাজী জাহাঙ্গীর কবির, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ জালাল উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার রিক্তা, উপজেলা আ’লীগের সদস্য খান জাহিদুল ইসলাম বাবু, যতীন দেব বর্মন, শহিদুল ইসলাম, জিএম আতিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর সবুর, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল , কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক জিএম মহিবুল্লাহ রনি প্রমূখ। সভায় সদস্য সংগ্রহ অভিযান, ইউনিয়নে ওয়ার্ড কমিটির সম্মেলন ও সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ৩ এপ্রিল থেকে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এসভার মাধ্যমে ওয়ার্ড কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে। সভায় প্রাথমিক পর্যায়ে পাঁচটি ইউনিয়নের বর্ধিত সভার তারিখ নির্ধারণ করা হয়। ৩ এপ্রিল ধলবাড়িয়া ইউনিয়ন, ৫ এপ্রিল দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন, ৬ এপ্রিল মথুরেশপুর ইউনিয়ন, ১৫ এপ্রিল মৌতলা ইউনিয়ন ও ৩০ এপ্রিল নলতা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ঐ বর্ধিত সভায় ওয়ার্ড সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে। ইফতার প্রসঙ্গে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক দরিদ্র ব্যক্তির মধ্যে ইফতার সামগ্রী প্রদান করা হবে।

আরও খবর

Sponsered content