সাহিত্য পাতা

llঅভিমানেll

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৩ , ৯:১৭:২৭ প্রিন্ট সংস্করণ

এম হাফিজুর রহমান শিমুল

যখন ভাবি মন খারাপ,
তুমি মনে আসো,
যখন কেমন একা লাগে,
যদি তুমি ভালোবাসো।
যখন চোখে জল আসে,
চোখের পাতা ভারি,
তুমি তখন চিন্তা ঘিরে,
তোমায় কেন স্মরি,
যখন কিছু ভালো স্মৃতি,
চোখ ছলছল হয়,
তুমি কেন আবার করে,
ধরাও মনে ভয়।
যখন আকাশ ঘন নীল,
সঙ্খচিল মনে,
তুমি কেন এমন করে,
চুপ অজানা অভিমানে।
যখন ভাবি একা হবো,
মনের ঘরে খিল,
নাছোর তুমি বায়না করো,
ভাঙ্গো মনের পাঁচিল।

আরও খবর

Sponsered content