সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে অবহিতকরণ কর্মশালা

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৩ , ৭:২৫:৩৯ প্রিন্ট সংস্করণ

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল ১০টায় নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ইউএসএআইডির অর্থায়নে ও বাংলাদেশ সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এসডিআরআর প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর কার্যক্রম সম্প্রসারণ এর লক্ষ্যে অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিপিপি’র পরিচালক আহমাদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, পিপিপি’র সিনিয়র সহকারী পরিচালক মুন্সী নূর মোহাম্মদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এসডিআরআর প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাহবুবুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের সকল সকল সরকারী কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্মকর্তাগণ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করে তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য যে, এই প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলায় ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)র কার্যক্রম শুরু, ১০৮ টি ইউনিট গঠন ও ২১৬০ জন সিপিপি সেচ্ছাসেবক নিয়োগ দান এবং প্রশিক্ষণ সম্পন্ন করবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিপ্লব তপাদার ও দিপংকর সাহা।

আরও খবর

Sponsered content