নিজস্ব প্রতিবেদক : অহেতুক হয়রানী ও দীর্ঘদিনের অর্জিত সন্মান ক্ষুন্ন করতে একটি চক্রের অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কালিগঞ্জের নলতা ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের। কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে (১৫ মার্চ) বেলা ১১ টায় লিখিত বক্তব্যে তিনি বলেন আমার নিজ ব্যবসার পাশাপাশি জনকল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে জনসেবায় নিঃস্বার্থ ভাবে সময় অতিবাহিত করছি। গত রবিবার (১২ মার্চ) আমাকে জড়িয়ে অহেতুক হয়রানীর লক্ষে, সামাজিক ও পারিবারিক ভাবে অর্জিত সন্মান ক্ষুন্ন করতে এবং হেয় করতে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পরিচয় দানকারী জয়নাল ইসলাম পিতাঃ মোকছেদ আলী গাজী গ্রামঃ পশ্চিম পাইকাড়া, উপজেলাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা। অথচ সে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কমিটির সদস্য পদেও নেই।
সরকার দলীয় সংগঠনের পদ পরিচয় দিয়ে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। এই জয়নাল ইসলাম সহ তার কতিপয় স্বার্থান্বেশী ব্যাক্তি পরিকল্পিত ভাবে হয়রানী ও সন্মান ক্ষুন্ন করতে মিথ্যাচার করেছে। আমার নিঃস্বার্থ জনসেবায় ঈশ্বান্বিত হয়ে নানামুখী মুলত কালিগঞ্জে ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে লাখ টাকার বানিজ্য শিরোনামে প্রকাশিত সংবাদটিতে আমার নাম ব্যবহার করা হয়েছে, যা আদৌ সঠিক নয়। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমি দীর্ঘদিন অতি সুনামের সহিত জনসেবায় কাজ করছি,এ কারণেই কতিপয় ষড়যন্ত্রকারী হীন অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়নের পশ্চিম পাইকাড়া গ্রামের আনছার আলী,মহিউদ্দিন,আব্দুস সবুর,আসরোব,মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম,সিরাজুল ইসলাম,আব্দুর রহমান, হোসেন আলী,আব্দুল কাসেমসহ ১৮ জন এলাকাবাসী।