বিজয় নিউজ ডেস্কঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার (১৭ ই মার্চ-২৩) এ উপলক্ষ্যে সকাল ৯-৩০ মি: উপজেলা প্রশাসন চত্বর থেকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী ক্যাম্পাস হতে সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ থানা, কালিগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয় সাংবাদিক সংস্থা, সাংবাদিক সমিতি, জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, কালিগঞ্জ সরকারী কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন প্রমুখ।