আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জিতলে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। কিন্তু সিলেটের বৃষ্টি নিগার সুলতানা আর তার দলের হাসি কেড়ে নিল।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির কারণে বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচের টসটাও মাঠে গড়ায় নি। দুই ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্ত হয় ম্যাচটি।
যে কারণে মাঠে এক বলও না গড়িয়েও এশিয়া কাপকে বিদায় জানাতে হয়েছে বাংলাদেশ নারী দলকে।
কোনো প্রতিদ্বন্দ্বিতা না করেই এমন বিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে জাহানারার। ঘরের মাঠে এমন কপাল পোড়ায় কষ্টটা আরও বেশি লাগছে নারী দলের এ তারকা পেসারের।
বিষয়টি আর সইতে না পেরে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাহানারা। ভক্ত-অনুরাগীদের সাথে কষ্ট শেয়ার করে হৃদয় হালকা করেছেন তিনি।
ভক্তদের ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার জাহানারা লিখেছেন, ‘আমাদের ২০২২ এশিয়া কাপের যাত্রা আজ শেষ হয়েছে। হোম দল হিসেবে এটা সত্যিই আমাদের জন্য হৃদয়বিদারক। তবে এই টুর্নামেন্টে আমি আমার ১০০ টি আন্তর্জাতিক উইকেটের মাইলফলক স্পর্শ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।’
জাহানারা আরও যোগ করেন, ‘আমি আমাদের সকল সত্যিকারের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাতে চাই। টুর্নামেন্ট জুড়ে আমাকে সব সময় সমর্থন করার জন্য সিলেটে দর্শকদের বিশেষ ধন্যবাদ। কেক সাজিয়ে আমার ১০০ উইকেটকে স্মরণীয় করে রাখার জন্য বিসিবিকে ধন্যবাদ। দয়া করে আমাকে আপনার প্রার্থনায় মনে রাখবেন।’