আলমগীর হোসেন, কালিগঞ্জ।।
কালিগঞ্জে আইন শৃঙ্খলা, চোরা চালান প্রতিরোধ, এনজিও, উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ মার্চ ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা’র সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,
উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়াদ্দার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ইউপি জাহাঙ্গীর আলম, কৃষ্ণনগর ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা ভেটেরিনারি অফিসার ডাঃ উৎপল কুমার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা জাহিদুর রহমান, তথ্য কর্মকর্তা মেরিনা আক্তার, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
আইন শৃংখলা বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান বলেন” আমি এ থানায় যোগদান করার পর হতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্বচেষ্ট আছি এবং থাকবো। বর্তমানে থানা এলাকার ১২ টি ইউনিয়নে বিট পুলিশের মাধ্যমে আইন শৃংখলা সমুন্নত রাখতে ব্যাপক চেষ্টা অব্যাহত রেখেছি, বাল্য বিবাহ, সন্ত্রাস, মাদকদ্রব্য ও ইভটিজিং প্রতিরোধে থানা পুলিশ জিরো টলারেন্সে। ইতি পূর্বে থানা পুলিশ ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট,গাঁজাসহ এলাকার চিহৃিত আসামিদের আটক করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তবে চোরাচালান ও মাদক নির্মূলে সীমান্ত এলাকায় বিজিবি কর্মকর্তা ও সদস্যদের আরও দায়িত্ব শীল ভূমিকা রাখতে হবে। সভায় উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য’র বিষয় আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।