আলমগীর হোসেন কালিগঞ্জ ঃ
কালিগঞ্জে ২৫ শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলী প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৫ শে মার্চ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ইউএনও রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র
পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,,বীর মুক্তিযুদ্ধা কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খাঁন আহছান, বীর মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমানসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনসহ অন্যান্য কর্মকর্তা, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আশেক মেহেদী, শহীদ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সেক্রেটারী এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু সহ সাংবাদিকবৃন্দ। এর আগে উপজেলার ডাকবাংলোস্থ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে শ্রদ্ধাঞ্জলী প্রদান এবং মহৎপুর সরকারী কবরস্থানে দোয়া মোনাজাত করা হয়।