কালিগঞ্জ প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ ও দফাদারদের নিয়ে মতবিনিময় করলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা। বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মতবিনিময় অনুষ্ঠানে গ্রাম পুলিশ ও দফাদারদের নির্দেশনা প্রদান করেন। এসময়ে তিনি উপজেলা এলাকায় বাল্যবিবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া, মাদকদ্রব্য বিক্রয়কারী, সেবনকারী, চোরাচালান, চুরি, ইভটিজিংসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কার্যক্রমকে চিহ্নিত করে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য আহবান করেন। অপরিচিত ব্যাক্তি ঘোরাঘুরি করতে দেখলে তার পরিচয় ও গন্তব্য নিশ্চিত হওয়া, রাত ১১ টার পরে নিজ নিজ কর্ম এলাকায় সন্দেহভাজন কাওকে ঘুরতে দেখলে পুলিশ ও উপজেলা প্রশাসনকে দ্রুত অবহিত করার আদেশ দেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম।