কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মান এর জন্য জমিক্রয় সংক্রান্ত চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ইউএনও রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ৩৬ শতক জমি ক্রয় বাবদ চেক হস্তান্তর করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, চাম্পাফুল ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যানের মোজাম্মেল হক গাইন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সাংবাদিক আমিনুর রহমান প্রমুখ। জানাগেছে, চাম্পাফুল ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক ভুমিহীনদের কল্যাণে ৪ শতক জমি দানপত্র করে দেন। ইতিপূর্বে তিনি ১৬ শতক জমি ভুমিহীনদের গৃহ নির্মানের জন্য দান করেন বলে সুত্র প্রকাশ।জানাগেছে, উপজেলার চাম্পাফুল গ্রামের মৃত বৈদ্যনাথ মন্ডলের পুত্র অজিত মন্ডল ও দেবপ্রসাদ মন্ডল এবং একই গ্রামের মৃত রনজিত মন্ডলের পুত্র দীনবন্ধু মন্ডল ও শেবায়ন মন্ডল ৩৬ শতক জমি বিক্রয় বাবদ ১৫ লক্ষ ৮১ হাজার ৮ শত টাকার চেক গ্রহন করেন।