কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ্যাডভান্সড টেকনিক্যাল ট্রেনিং ফর ইমপ্রুভড ক্লাস্টার গ্রুপ মেম্বার’স দের নিয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সকালে উপজেলার কুকাডাঙ্গা চিংড়ি চাষী ক্লাস্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিঃ সচিব মোঃ আব্দুল কাইয়ূম। বিশেষ অতিথি প্রকল্প পরিচালক সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট মৎস্য অধিদপ্তর ঢাকার ডা. আব্দুল আলিম, মৎস্য বিভাগীয় উপ- পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, উপ প্রকল্প পরিচালক এসসিএমএসপি ঢাকা মনিষ কুমার মন্ডল, উপ প্রকল্প পরিচালক এসসি এম এসপি সরোজ কুমার মিস্ত্রি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের উপকার ভোগী, কৃষি অফিসের কর্মকর্তা, সাংবাদিক ও সূধী। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন কালিগঞ্জ উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা এবং তার সহযোগী হিসাবে ছিলেন ক্লাস্টার মোবিলাইজার মোঃ মিজানুর রহমান,পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানটির শেষ হয়।