রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার কমিটি গঠন সম্পন্ন সাতক্ষীরা কে আমরা একটি নতুন ও আদর্শ সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত আধুনিক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রেখে চলেছে দৈনিক কালবেলা মহানবী (সা:) এর কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না : গয়েশ্বর গণঅভ্যুত্থানে আহত নবীন ও রাইসুরকে চিকিৎসা সহায়তা দিল বিএনপি দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান কালিগঞ্জের ছিনাইকারীর গুলিতে আহত ২ ব্যবসায়ী অস্ত্র গুলিসহ আটক ১

কালিগঞ্জে মুজিবনগর দিবসের পটভূমি ও বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ ৫২ টাইম ভিউ
আপডেটঃ সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৫:১৫ অপরাহ্ন

বিজয় নিউজ ডেস্কঃ

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু’র ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে উপজেলা পরিষদের পক্ষ থেকে ও থানা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও পেক্ষাপটের উপর ভিত্তি করে ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান,
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম , সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আব্দুল্লাহ হাসান, সভায় অনন্যার মধ্যে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ভাড়াসিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই দিনে মেহেরপুর জেলার আম্রকানন বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের যাত্রা শুরু হয়। অস্থায়ী রাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মুনসুর আলী ও এম কামরুজ্জামান এর নেতৃত্বে মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। সর্বপ্রথম ভারত ও ভুটান এই সরকারকে স্বীকৃতি দেয়। শুধু তাই নয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই প্রথম সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। ঐতিহাসিক এই দিনের প্রেক্ষাপট স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে বেশি বেশি করে জানাতে এবং সচেতন করতে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদেরকে সঠিক ইতিহাস জানাতে হবে। নতুন প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।


এই বিভাগের আরো খবর