কালিগঞ্জ প্রতিনিধি।।
কালিগঞ্জ উপজেলার মৌতলার বিশিষ্টজন শেখ মোকছেদ আলীর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ মে) বিকালে সাড়ে ৫টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাগেছে, শনিবার (১৩ মে) বিকাল সাড়ে ৫টার টায় ঢাকায় তার ছেলের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়- স্বজন রেখে গেছেন। খবর টিভির প্রকাশক শেখ মহসিন উদ্দিন এ প্রতিনিধিকে জানান, তার পিতা স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। সকলেই আমার পিতার জন্য দোয়া করবেন। জানাযার নামাজে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি শেখ আলমগীর হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা’র হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ইমন, সাংবাদিক শেখ মারুফ হোসেন, সাংবাদিক মুন্সি আরাফাত হোসেন ও অত্র এলাকার আসরের নামাজ পড়তে আসা মুসল্লী বৃন্দ। পরে বাদ আসর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শেখ মোখছেদ আলী দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজে ঈমামতি করেন মৌতলা রওজাতুল বারীর মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আজিজুর রহমান , মরহুমের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়ে মোনাজাত শেষ করেন।