কালিগঞ্জ প্রতিনিধিঃ
স্মার্ট ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, ভূমি সেবার বিভিন্ন তথ্য প্রচারসহ অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।সোমবার (২২ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস ভবনের সামনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে সেবাক্ষের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সপ্তাহ ব্যাপী ভূমিসেবার উদ্বোধনীতে অংশগ্রহন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, ভূমি অফিসের স্টাফ, ভূমিসেবা গ্রহনকারী ও সূধীবৃন্দ। স্মার্ট ভূমি সেবা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী। এসময়ে তিনি ভূমিসেবা গ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং স্মার্ট ভূমিসেবা নিয়ে বর্তমান সরকারের যে উদ্বোগ তা সেবা গ্রহনকারীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।